আমাজনের আগুনের জন্য দায়ী ডিক্যাপ্রিও: ব্রাজিলের প্রেসিডেন্ট
আমাজনের আগুনের জন্য অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে
দায়ী করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। গত শুক্রবার তিনি বলেন,
ডিক্যাপ্রিও আমাজনে আগুন লাগানোয় অর্থ ঢেলেছেন। যদিও এই দাবির পক্ষে প্রমাণ
হাজির করেননি বলসোনারো।
লিওনার্দো ডিক্যাপ্রিও ব্রাজিলের প্রেসিডেন্টের অভিযোগ
অস্বীকার করেছেন। আমাজনে আগুনের ভয়াবহতার চিত্র সামনে আসার পর তিনি
সম্প্রতি বলেছিলেন, আমাজনের আগুন মোকাবিলায় তিনি ৫০ লাখ মার্কিন ডলার
দেবেন।
আমাজনের
আগুনের জন্য অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে দায়ী করেছেন
ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। গত শুক্রবার তিনি বলেন, ডিক্যাপ্রিও
আমাজনে আগুন লাগানোয় অর্থ ঢেলেছেন। যদিও এই দাবির পক্ষে প্রমাণ হাজির
করেননি বলসোনারো।
লিওনার্দো ডিক্যাপ্রিও ব্রাজিলের প্রেসিডেন্টের অভিযোগ
অস্বীকার করেছেন। আমাজনে আগুনের ভয়াবহতার চিত্র সামনে আসার পর তিনি
সম্প্রতি বলেছিলেন, আমাজনের আগুন মোকাবিলায় তিনি ৫০ লাখ মার্কিন ডলার
দেবেন।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পার অঙ্গরাজ্যের স্বেচ্ছাসেবী চার
অগ্নিনির্বাপণকারীর বিরুদ্ধে এনজিওর কাছ থেকে অনুদান পেতে আগুন ধরানোর
অভিযোগ উঠেছে। তাঁদের গ্রেপ্তারও করা হয়েছে। এর পরপরই প্রেসিডেন্ট বলসোনারো
ওই অভিযোগটি করলেন। তবে লিওনার্দো ডিক্যাপ্রিও বলেছেন, যেসব এনজিওর
বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেগুলোকে তিনি অর্থ দেননি।
Khob e kharab...
ReplyDelete