ফরিদপুরের বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত

accident spot

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরে ভাঙ্গা উপজেলার সদরদী এলাকায় আজজ সোমবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সজিবুর রহমান জানান, ঢাকা থেকে মাদারীপুর গামী চন্দ্রা পরিবহনের (চট্র-ব-১১-০০২১) একটি বাসের সাথে বিপরীতমুখি একটি যাত্রীবাহী ট্রাকের (চুয়াডাঙ্গা- ড-১১-০০৪৮)মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুর যাচ্ছিল। 
তিনি জানান, ঘটনাস্থলে দুইজন নিহত হয়। সেখান থেকে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরেকজন মারা যায়। তাৎক্ষনিণভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায় নি। এ ঘটনায় আহত ১২ জনের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
এ ঘটনার পর ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে ও ভাঙ্গা থানা পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

No comments

Powered by Blogger.